কম্পিউটারের গঠন প্রণালী
কম্পিউটার মূলতঃ তিনটি অংশে বিভক্ত।যেমন:
১# ইনপুট ডিভাইস। উদাহরণ: কীবোর্ড, মাউস, স্ক্যানার ইত্যাদি।
২# সিস্টেম ডিভাইস/ সেন্ট্রাল প্রসেসিং উইনিট (সিপিইউ)
৩# আউটপুট ডিভাইস। উদাহরণ: মনিটর, প্রিন্টার, স্পিকার প্রভৃতি।
কম্পিউটারের প্রকারভেদ
গঠন ও উদ্দেশ্য ভেদে কম্পিউটারকে দুই ভাগে ভাগ করা যায়।যথা:
#এনালগ কম্পিউটার।
#ডিজিটাল কম্পিউটার
এছাড়া উপরোক্ত দুই ধরণের কম্পিউটার এর সংমিশ্রণে আরেকটি কম্পিউটার তৈরি হয়েছে। এর নাম হাইব্রিড কম্পিউটার।
নোট: ডিজিটাল কম্পিউটারকে আবার চার ভাগে ভাগ করা হয়।
যথা:
১। সুপার কম্পিউটার
২। মেইনফ্রেম কম্পিউটার
৩। মিনি কম্পিউটার
৪। মাইক্রো কম্পিউটার বা পার্সোনাল কম্পিউটার
হার্ডওয়্যার:
কম্পিউটারের সকল প্রকার যন্ত্র বা যন্ত্রাংশকে হার্ডওয়্যার বলে।
সফটওয়্যার:
নিষ্প্রাণ হার্ডওয়্যারকে কার্যক্ষম করে সক্রিয় করে তোলার জন্য ব্যবহৃত প্রোগ্রামই হচ্ছে সফটওয়্যার।