একটি ওয়ার্কবুকে অনেক তথ্য এন্ট্রি করা থাকে। এর মধ্য থেকে চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় সংখ্যক তথ্য আনাকে ডাটা ফিল্টারিং (Data Filtering) বলা হয়। যেমন- ডাটাবেজে একই নামের, একই পদবীর কয়জন আছে অথবা একই জেলার কয়জন আছে ইত্যাদি বের করা।
ডাটা ফিল্টারিং (Data Filtering) / চাহিদা অনুযায়ী ডাটা দেখা :
প্রথমে এক্সেল ফাইলটি বের করে প্রয়োজনীয় শীটের ডাটাবেজের উপর সেল পয়েন্টার রাখতে হবে-
১। Home মেনু এর মধ্যে উপরে ডানদিকে Sort & Filter ক্লিক করুন তারপর Filter ক্লিক করুন।
২। এখন ডাটাবেজ ফাইলের মধ্যে এ্যারো চিহ্ন আসবে। যেকোন এ্যারো বাটনে ক্লিক করে প্রয়োজনীয় নাম/পদবী/বেতন/প্রয়োজনীয় ডাটা সিলেক্ট করলে একই নামের/একই পদবীর/একই বেতনের/একই জেলার সকলকে দেখাবে।
৩। পূণরায় সকল ডাটা দেখার জন্য Select All ক্লিক করতে হবে। অথবা Sort & Filter অপশন থেকে Clear ক্লিক করতে হবে। অথবা Filter ক্লিক করতে হবে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions