আমাদের কাছে আজ পর্যন্ত সময়ের ক্ষুদ্রতম একক হচ্ছে সেকেন্ড। কিন্তু কম্পিউটারের সময়ের একক অনেক অনেক গুণ ক্ষুদ্র। (কম্পিউটারে মিলি-সেকেন্ড দিয়ে শুরু) সময়ের একক - ডেসি-সেকেন্ড (Desicond), সেন্টি-সেকেন্ড (Centisecond), মিলি-সেকেন্ড (Milisecond), মাইক্রো-সেকেন্ড (Microsecond), ন্যানো-সেকেন্ড (Nanosecond), পিকো-সেকেন্ড (Picosecond), ফেমটো-সেকেন্ড (Femtosecond), অ্যাটো-সেকেন্ড (Attosecond), জেপ্টো-সেকেন্ড (Zeptosecond) ইয়কটো-সেকেন্ড (Yoctosecond)। নিচে এসব একককে সেকেন্ডে রূপান্তর করে দেখানো হলো:
কম্পিউটার সময়ের একক কি
ক) ১ ডেসি-সেকেন্ড : ১ সেকেন্ডের দশ ভাগের এক ভাগ।
খ) ১ সেন্টি-সেকেন্ড : ১ সেকেন্ডের একশত ভাগের এক ভাগ।
গ) ১ মিলি-সেকেন্ড : ১ সেকেন্ডের এক হাজার ভাগের এক ভাগ।
ঘ) ১ মাইক্রো-সেকেন্ড : ১ সেকেন্ডের দশ লক্ষ ভাগের এক ভাগ।
ঙ) ১ ন্যানো-সেকেন্ড : ১ সেকেন্ডের একশত কোটি ভাগের এক ভাগ।
চ) ১ পিকো-সেকেন্ড : ১ সেকেন্ডের এক লক্ষ কোটি ভাগের এক ভাগ।
ছ) ১ ফেমটো-সেকেন্ড : ১ সেকেন্ডের দশ কোটি কোটি ভাগের এক ভাগ।
জ) ১ অ্যাটো-সেকেন্ড : ১ সেকেন্ডের দশ হাজার কোটি কোটি ভাগের এক ভাগ।
ঝ) ১ জেপ্টো-সেকেন্ড : ১ সেকেন্ডের এক কোটি কোটি কোটি ভাগের এক ভাগ।
ঞ) ১ ইয়কটো-সেকেন্ড : ১ সেকেন্ডের এক হাজার কোটি কোটি কোটি ভাগের এক ভাগ।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions