মাইক্রোসফট ওয়ার্ডে অনেক সময় প্রতিটি পৃষ্ঠায় কোম্পানীর নাম কিংবা কোন প্রয়োজনীয় লেখা বসাতে হয়। সেক্ষেত্রে Header - এ একবার টাইপ করলে প্রতি পৃষ্ঠায় একই লেখা টাইপ হয়ে যাবে!
হেডারে/ পৃষ্ঠার উপরের অংশে টাইপ করবেন কিভাবে:
১। প্রথমে প্রয়োজনীয় ওয়ার্ড ফাইলটি ওপেন করুন।
২। এবার Insert মেনু ক্লিক করুন। তারপর Header ক্লিক করুন।
৩। পছন্দমত অপশনে ক্লিক করুন।
৪। প্রয়োজনীয় লেখা টাইপ করুন।
৫। লেখা শেষ হয়ে গেলে পৃষ্ঠার মাঝে ডাবল ক্লিক করু। অথবা কিবোর্ড থেকে ESC বাটন চাপুন তাহলে Header এর দাগ/লাইনটি বাতিল হয়ে যাবে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions