বেসিক প্রোগ্রামিং ভাষা
Beginner's All-purpose Symbolic Instruction Code -এর সংক্ষিপ্ত রূপ BASIC। এটি অত্যন্ত সহজ এবং অতি জনপ্রিয় একটি উচ্চস্তরের ভাষা। যুক্তরাষ্ট্রের ডার্টমাউথ (Dartmouth) কলেজের দু’জন অধ্যাপক জন মেমেনি (John Kemeny) এবং থমাস কার্টজ (Thomas Kurtz) উক্ত কলেজের ছাত্রছাত্রীদের প্রশিক্ষণ প্রদানের জন্য ১৯৬৫ সালে এই ভাষা রচনা করেন। সাধারণ কাজের ব্যবহারোপযোগী যেকোনো ব্যবহারকারীর পক্ষে যে কোনো প্রোগ্রাম সহজে এই ভাষায় তৈরি করা সম্ভব।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions