অ্যাবসলিউট সেল রেফারেন্স (Absolute Cell Reference) হল একটি স্প্রেডশীট টার্ম। যখন স্প্রেডশীটে ফর্মূলা লেখা হয় তখন সেলকে নির্দিষ্ট করতে সেল রেফারেন্স ব্যবহার করা হয়। যেমন: A1, এখানে A হল কলাম এবং 1 হল রো।
স্প্রেডশীটে অনেক সময় ফর্মূলাকে এক রো বা কলাম থেকে অন্য রো বা কলামে ড্রাগ অথবা কপি করার প্রয়োজন হয়। এসব ক্ষেত্রে ফরমুলাটি অক্ষুন্ন রাখার জন্য অ্যাবসলিউট সেল রেফারেন্স ব্যবহার করা হয়, যেমন: $A$। এখানে $ চিহ্নটি জানাচ্ছে যে, ফরমুলাটি ড্রাগ অথবা কপি করা হলেও এটি যেন পরিবর্তন না হয়।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions