এড হক নেটওয়ার্ক (Ad Hoc Network) :
এড হক মূলত একটি ল্যাটিন শব্দগুচ্ছ- যার অর্থ এই বিষয়ের জন্য। এড হক নেটওয়ার্ক বলতে এমন এক ধরনের নেটওয়ার্ক কানেকশনকে বোঝায় যা কেবলমাত্র একটি সেশনের জন্য স্থাপিত হয় এবং এর জন্য কোন রাউটার বা ওয়্যারলেস বেজ স্টেশনের প্রয়োজন হয় না। যেমন: দুই ব্যক্তির দুটি কম্পিউটারের মধ্যে ডেটা স্থানান্তরের জন্য এ ধরনের নেটওয়ার্ক কানেকশন স্থাপিত হতে পারে। এজন্য ঐ দুই ল্যাপটপকে ইথারনেট ক্যাবল দ্বারা সংযুক্ত করা যায় নতুবা ঐ দুই কম্পিউটারের ওয়ারলেস কার্ড ব্যবহার করা যায়। এক কথায় এড হক নেটওয়ার্ক হলো দুই বা ততোধিক কম্পিউটারের মধ্যে কোন সুনির্দিষ্ট উদ্দেশ্যে (যেমন ডেটা স্থানান্তর) অস্থায়ী ভিত্তিতে স্থাপিত একটি নেটওয়ার্ক কানেকশন।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions