বারকোড কি
(Barcode)
বারকোড হলো কোন পণ্যকে চিহ্নিত করার বিশেষ চিহ্ন বিশেষ। একে ইউনিভার্সাল প্রোডাক্ট কোডও (Universal Product Code-UPC) বলে।
বারকোডের নিচে সংখ্যা লেখা থাকে। কম্পিউটার বারকোড রিডারের সাহায্যে বারকোডটি পড়ে অর্থাৎ তা কোন কোন সংখ্যা বুঝায় জেনে নেয়। কম্পিউটারের স্মৃতিতে প্রতিটি জিনিসের বারকোড নম্বর ও দাম লেখা থাকে। এ থেকে কম্পিউটার বিক্রিত জিনিসের নাম ও দাম লিখে বিল তৈরি করে এবং সে সাথে বিক্রিত জিনিসের স্টক প্রয়োজন অনুযায়ী সংশোধন করে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions