সি প্যানেল কি
(C Panel)
সি প্যানেল অর্থাৎ কন্ট্রোল প্যানেল হলো যেকোনো ওয়েব হোস্টিং অ্যাকাউন্ট নিয়ন্ত্রণের একটি অনন্য সমাধান। ওয়েব হোস্টিং অ্যাকাউন্টগুলো ব্যবস্থাপনার জন্য ওয়েবহোস্টিং কোম্পানিগুলো তাদের ক্লায়েন্টদেরকে সুবিধাজনক বিভিন্ন কন্ট্রোল সরবরাহ করে থাকে।
এ কন্ট্রোল প্যানেলে সাইটকে আপলোড করার বিভিন্ন অপশন পাওয়া যায়। এদের মধ্যে অতি জনপ্রিয় একটি কন্ট্রোল প্যানেল হলো cPanel, এর মাধ্যমে সাইট আপলো করার জন্য ওয়েব ব্রাউজারে ব্যবহারকারীর ওয়েব সাইটের অ্যাড্রেসটি (ডোমেইন নেমটি) টাইপ করার পর ফরোয়ার্ড স্ল্যাস দেয়ার পর cpanel টাইপ করে এন্টার চাপতে হয় (যেমন: https://www.alamincomputer.com/cpanel)।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions