কম্পিউটারের প্রকারভেদ
গঠন বা পরিচালনা নীতি বা ক্রিয়ানীতি অনুসারে কম্পিউটারকে তিনভাবে ভাগ করা যায়। যেমন:
১। এনালগ কম্পিউটার Analog Computer) :
এনালগ কম্পিউটার এক রাশিকে অপর রাশির সাপেক্ষে পরিমাপ করে। এর সূক্ষতা কম এবং সাধারণ তথ্য ধারণ ক্ষমতা থাকে না। পুরাতন কম্পিউটার হলো এনালগ কম্পিউটারের উদাহরণ।
২। ডিজিটাল কম্পিউটার (Digital Computer) :
সংখ্যা ব্যবহারের মাধ্যমে সমস্যার সমাধান করে এ কম্পিউটার। এর সূক্ষতা ১০০% এবং বিপুল পরিমাণ তথ্য ধারণ করতে পারে।
৩। হাইব্রিড কম্পিউটার (Hybrid Computer) :
এনালগ ও ডিজিটাল কম্পিউটারের সমন্বয়ে গঠিত হয় এ কম্পিউটার।
আকার, আয়তন ও ক্ষমতার বিচারে ডিজিটাল কম্পিউটারকে চার ভাগে ভাগ করা যায়। যথা-
১। মাইক্রো কম্পিউটার (Micro Computer) :
গঠন ও আকৃতির দিক থেকে পার্সোনাল কম্পিউটার খুবই ছোট এবং গতিও অন্যান্য কম্পিউটারের তুলনায় কম। সংক্ষেপে একে পিসি বলা হয়। পার্সোনাল কম্পিউটারের মধ্যে রয়েছে- ডেস্কটপ, ল্যাপটপ, নোটবুক, পামটপ বা পামপিসি।
# ১৯৮১ সালে এপসন কোম্পানি প্রথম ল্যাপটপ কম্পিউটার প্রবর্তন করে।
# ল্যাপটপ সবচেয়ে বহনযোগ্য কম্পিউটার।
# ল্যাপটপ কম্পিউটার ডেস্কটপের চেয়ে অনেক বেশি বিদ্যুৎ সাশ্রয়ী।
# পামটপ কম্পিউটারকে ‘পকেটপিসি’ নামেও অভিহিত করা হয়।
২। মিনি কম্পিউটার (Mini Computer) :
মাইক্রো কম্পিউটারের চেয়ে আকারে কিছুটা বড় এবং মেইনফ্রেম কম্পিউটার হতে আকারে কিছুটা ছোট কম্পিউটারকে মিনি কম্পিউটার বা মধ্যম সারির কম্পিউটার (Midrange Computer) বলা হয়।
৩। মেইনফ্রেম কম্পিউটার (Mainframe Computer) :
মিনি কম্পিউটারের চেয়ে অনেক বেশি শক্তিশালী কিন্তু সুপার কম্পিউটারের চেয়ে ছোট আকারের কম্পিউটারকে মেইনফ্রেম কম্পিউটার বলে। বাংলাদেশে ১৯৬৪ সালে পরমাণু শক্তি কমিশনে স্থাপিত আইবিএম-১৬২০ কম্পিউটারটি ছিল মেইনফ্রেম কম্পিউটার।
৪। সুপার কম্পিউটার (Super Computer) :
এ যাবৎ আবিষ্কৃত কম্পিউটারের মধ্যে সুপার কম্পিউটার বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও দ্রুতগতি সম্পন্ন কম্পিউটার। এটি আলোকের বেগে তথ্য আদান-প্রদান করে। সূক্ষ্ম বৈমানিক গবেষণা, ক্ষেপনাস্ত্র নিয়ন্ত্রণ, মহাকাশ গবেষণা, বিপুল পরিমাণ তথ্য বিশ্লেষণ, নভোযান, জঙ্গি বিমান প্রভৃতি কাজে সুপার কম্পিউটার ব্যবহৃত হয়।
প্রশ্ন ও উত্তর:
১) Older Computer Were - ?
উত্তর: Analog Computer
২) এনালগ ও ডিজিটাল কম্পিউটারের সমন্বয়ে গঠিত হয় কি?
উত্তর: হাইব্রিড কম্পিউটার
৩) পার্সোনাল কম্পিউটারের কারিগরি নাম কি?
উত্তর: মাইক্রো কম্পিউটার
৪) The term PC means - ?
উত্তর: Personal Computer
৫) কোনটি বহনযোগ্য কম্পিউটার?
উত্তর: ল্যাপটপ
৬) বাংলাদেশে তৈরি ল্যাপটপ কম্পিউটার নাম কি?
উত্তর: দোয়েল
৭) Which type of computer are also called midrange computers?
উত্তর: Mini Computer
৮) Which is the fastest computer?
উত্তর: Super Computer
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions