Home » » কম্পিউটার ইতিহাস

কম্পিউটার ইতিহাস

কম্পিউটার ইতিহাস

-কম্পিউটার হলো গণনাকারী যন্ত্র বা হিসাব যন্ত্র।

- কম্পিউটার একটি ইলেকট্রনিক্স যন্ত্র যা মানুষের নির্দেশ অনুযায়ী কাজ করতে পারে। এর কোনো বুদ্ধি বিবেচনা নেই। এতে পুনরাবৃত্তি কাজ অধিক সুবিধাজনক।

- কম্পিউটার যা কিছু করে তার পুরোটাই একটা সিস্টেমের (সফটওয়্যারের) মধ্যে দিয়ে চলে।

- কম্পিউটারের জনক চার্লস ব্যাবেজ। তিনি যুক্তরাজ্যের অধিবাসী।

- পরবর্তীতে ব্যাবেজের চিন্তাভাবনার বাস্তবায়ন ঘটান হাওয়ার্ড আইকেন। তিনি প্রথম ডিজিটাল কম্পিউটারের আবিষ্কারক।

- প্রথম কম্পিউটার হলো ABC (Atansoff Berry Computer), এটি সাধারণত নন-পারপাস কম্পিউটার।

-প্রথম ইলেকট্রনিক কম্পিউটার হলো ENIAC (Electronic Numerical Integrator and Computer)। ১৯৪৫ সালে ভন নিউম্যান তৈরি করেন EDVAC কম্পিউটার। তিনি আধুনিক কম্পিউটারের জনক হিসেবে খ্যাত।

- বাণিজ্যিক ভিত্তিতে ব্যবহারের প্রথম বাজারে ছাড়া হয় ১৯৫১ সালে তৈরি UNIVAC কম্পিউটার। বাংলাদেশে প্রচলিত প্রথম কম্পিউটার IBM-1620.

- বর্তমানে কম্পিউটার জগতের কিংবদন্তী হলেন বিল গেটস। তার তৈরি মাইক্রোসফট হলো সফটওয়্যার জগতে নামকরা প্রতিষ্ঠান। স্টিভ জবস হলো বিখ্যাত কম্পিউটার ব্যক্তিত্ব।

- পৃথিবীর প্রথম গণনাযন্ত্রের নাম হলো অ্যাবাকাস।

- সর্বপ্রথম বিক্রয়ের জন্য কম্পিউটার তৈরি করে রেমিংটন র‌্যান্ড কর্পোরেশন।

- IC চিপ দিয়ে তৈরি প্রথম ডিজিটাল কম্পিউটারের নাম- IBM System 360, পিসি (পার্সোনাল কম্পিউটার) বলা হয় মাইক্রো কম্পিউটারকে।

- প্রথম পার্সোনাল কম্পিউটার তৈরি করে- মাইক্রো ইন্সট্রুমেন্টেশন অ্যান্ড টেলিমেট্রি সিস্টেমস। প্রথম মিনি কম্পিউটারের নাম পিডিপ-১।

- বাংলাদেশে কম্পিউটার স্থাপিত হয়- বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে, ১৯৬৪ সালে। প্রথম ডিজিটাল কম্পিউটারের নাম Mark-1.

- Mini Computer এর জনক কেনেথ এইচ ওলসেন।

- পামটপ এক ধরনের ছোট কম্পিউটার যা হাতের তালুতে নিয়ে কাজ করা যায়। বাংলাদেশে প্রথম মেইনফ্রেম কম্পিউটার স্থাপন করা হয়- বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে।

- কম্পিউটারের IBM কোম্পানিকে বলা হয়- বিগ ব্লু (Big Blue)।

- বিশ্বের প্রথম ও একমাত্র কম্পিউটার জাদুঘরটি অবস্থিত যুক্তরাষ্ট্রের আটলান্টায়। চতুর্থ প্রজন্মের কম্পিউটার হিসেবে চিহ্নিত করা হয় - PC বা Personal Computer কো।

-পরমাণু বোমা বিস্ফোরণের প্রকৃত পরিবেশ সমতাকরণ করা হয়- সুপার কম্পিউটার দিয়ে। এনালগ ও ডিজিটাল কম্পিউটারের সমন্বয়ে গঠিত হাইব্রিড কম্পিউটারের প্রজন্ম ৫টি।

- চতুর্থ প্রজন্মের কম্পিউটারের বৈশিষ্ট্য হলো- মাইক্রো প্রসেসরের ব্যবহার (ফলে কম্পিউটারের আকার ছোট ও বহনযোগ্য)।

-কৃত্রিম বুদ্ধমত্তা প্রয়োগ করবে এবং মানুষের কন্ঠস্বরের নির্দেশ পালন করতে পারবে- পঞ্চম প্রজন্মের কম্পিউটার।

- ব্যাংক, বীমা, অর্থলগ্নীকারী প্রতিষ্ঠান ও বৈজ্ঞানিক কর্মকতৎপরতা পরিচালনা, নিয়ন্ত্রণ, বিশ্লেষণ ও মূল্যায়নে ব্যবহৃত হয়- সুপার কম্পিউটার।

- অ্যাপেল কোম্পানী প্রথম কম্পিউটার বাজারে ছাড়ে - ১৯৭৬ সালে।

-আইবিএম মাইক্রোকম্পিউটার বাজারে ছাড়ে ১৯৮১ সালে।

- গাড়িরর ব্যাটারিতেও চলে এমন কম্পিউটার হলো- নোটবুক / পাওয়ারবুক।

- বিশ্বের প্রথম ল্যাটপের নকশা করেন- বিল মোগরিজ।

- বিশ্বের প্রথম অ্যাপল কম্পিউটারের অ্যাপেল-১ এর নকশাকার হলেন স্টিভ ওজনিয়াক।

- বিশ্বের উল্লেখযোগ্য ট্যাবলেট কম্পিউটার হলো- ব্ল্যাকপ্যাড, আইপ্যাড, স্ট্রিক, গ্যালাক্সি, ইপ্যাড, লেপ্যাড, সিয়াস ইত্যাদি।

- প্রথম প্রজন্মের কম্পিউটারে ব্যবহৃত হয়- প্যারালাল প্রসেসিং।

- মাইক্রোসফট হলো কম্পিউটার সফটওয়্যার জগতে নামকরা প্রতিষ্ঠান।

- কম্পিউটার জেনারেশন বা প্রজন্ম বলতে বুঝায় প্রযুক্তিগত বিবর্তনকে।

- প্রথম কম্পিউটার প্রোগ্রামার হলেন অগাস্টা এডা বায়রন।

- সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল কম্পিউটার হলো Mark-1.

- ট্রানজিস্টর আবিষ্কৃত হয় ১৯৪৮ সালে।

- ট্রানজিস্টর মূলত ব্যবহৃত হয়- অ্যামপ্লিফায়ার হিসেবে।

- ট্রানজিস্টরভিত্তিক প্রথম কম্পিউটার হলো TX-O (Transistor Experimental Computer).

- ট্রানজিস্টরভিত্তিক প্রথম মিনি কম্পিউটার হলো PDP-8.

- আধুনিক কম্পিউটারের দ্রুতগতির মূলে রয়েছে ইনটিগ্রেটেড সার্কিট বা IC.

- ইনটিগ্রেটেড সার্কিট বা আইসি আবিষ্কার করেন জ্যাক কেলবি ও রবার্ট নয়েস ১৯৮৫ সালে। আর ১৯৬৮ সালে বারোস কোম্পানি ইনটিগ্রেটেড সার্কিটভিত্তিক প্রথম কম্পিউটার উপস্থাপন করে 2500 ও B 3500 মডেলের।

-মাইক্রোপ্রসেসরের প্রথম আর্বিভাব ঘটে ১৯৭১ সালে।

- বাণিজ্যিকভাবে বিশ্বের প্রথম মাইক্রো প্রসেসর হলো ইনটেল ৮০০৮, মাইক্রো কম্পিউটারের জনক বলা হয় এইচ এডওয়ার্ড রবার্টকে।

-১৯৮১ সালের ১২ আগষ্ট আবিএম থেকে বের হয় পিসি বা পার্সোনাল কম্পিউটার নামক এক ধরনের কম্পিউটার, যা কম্পিউটার জগতে যুগান্তকারী পরিবর্তন আনে।

 

- কম্পিউটারের বৈশিষ্ট্য গুলো হলো: দ্রতগতি, বিশ্বাসযোগ্যতা, সূক্ষ্মতা, ক্লান্তিহীনতা। কম্পিউটার এমন একটি মেশিন, যা প্রদত্ত তথ্য বা উপাত্ত ঠিক থাকলে ১০০ ভাগ সঠিক ফলাফল দেয় ।

- কম্পিউটারের কাজের ভুল ফলাফল দেওয়াকে বলে: Garbage In Garbage Out বা সংক্ষেপে বলে GIGO.

- কম্পিউটার পারফরম্যান্স বলতে মূলত বোঝানো হয়: কম্পিউটারের দ্রুত গতিকে। কম্পিউটারের গতিকে তুলনা করা হয় বিদ্যুতের গতির সাথে।

- কম্পিউটার সেকেন্ডে যোগ করতে পারে : দুই কোটি পর্যন্ত।

- কম্পিউটার একটি কাজ বা নির্দেশ সম্পন্ন করতে সময় নেয়- ১ ন্যানো সেকেন্ড।

- ১ ন্যানো সেকেন্ডে হচ্ছে: ১ সেকেন্ডের ১শত কোটি ভাগের এক ভাগ।

- কম্পিউটা প্রোগ্রামে, একই নির্দেশনা বারবার সম্পন্ন করার প্রক্রিয়াকে বলে: লুপিং।

 

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Comment below if you have any questions

অফিস/বেসিক কম্পিউটার কোর্স

এম.এস. ওয়ার্ড
এম.এস. এক্সেল
এম.এস. পাওয়ার পয়েন্ট
বাংলা টাইপিং, ইংরেজি টাইপিং
ই-মেইল ও ইন্টারনেট

মেয়াদ: ২ মাস (সপ্তাহে ৪দিন)
রবি+সোম+মঙ্গল+বুধবার

কোর্স ফি: ৪,০০০/-

গ্রাফিক ডিজাইন কোর্স

এডোব ফটোশপ
এডোব ইলাস্ট্রেটর

মেয়াদ: ৩ মাস (সপ্তাহে ২দিন)
শুক্র+শনিবার

কোর্স ফি: ৮,৫০০/-

ওয়েব ডিজাইন কোর্স

এইচটিএমএল ৫
সিএসএস ৩

মেয়াদ: ৩ মাস (সপ্তাহে ২দিন)
শুক্র+শনিবার

কোর্স ফি: ৮,৫০০/-

ভিডিও এডিটিং কোর্স

এডোব প্রিমিয়ার প্রো

মেয়াদ: ৩ মাস (সপ্তাহে ২দিন)
শুক্র+শনিবার

কোর্স ফি: ৯,৫০০/-

ডিজিটাল মার্কেটিং কোর্স

ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, এসইও, গুগল এডস, ইমেইল মার্কেটিং

মেয়াদ: ৩ মাস (সপ্তাহে ২দিন)
শুক্র+শনিবার

কোর্স ফি: ১২,৫০০/-

অ্যাডভান্সড এক্সেল

ভি-লুকআপ, এইচ-লুকআপ, অ্যাডভান্সড ফাংশনসহ অনেক কিছু...

মেয়াদ: ২ মাস (সপ্তাহে ২দিন)
শুক্র+শনিবার

কোর্স ফি: ৬,৫০০/-

ক্লাস টাইম

সকাল থেকে দুপুর

১ম ব্যাচ: সকাল ০৮:০০-০৯:৩০

২য় ব্যাচ: সকাল ০৯:৩০-১১:০০

৩য় ব্যাচ: সকাল ১১:০০-১২:৩০

৪র্থ ব্যাচ: দুপুর ১২:৩০-০২:০০

বিকাল থেকে রাত

৫ম ব্যাচ: বিকাল ০৪:০০-০৫:৩০

৬ষ্ঠ ব্যাচ: বিকাল ০৫:৩০-০৭:০০

৭ম ব্যাচ: সন্ধ্যা ০৭:০০-০৮:৩০

৮ম ব্যাচ: রাত ০৮:৩০-১০:০০

যোগাযোগ:

আলআমিন কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র

৭৯৬, পশ্চিম কাজীপাড়া বাসস্ট্যান্ড,

[মেট্রোরেলের ২৮৮ নং পিলারের পশ্চিম পাশে]

কাজীপাড়া, মিরপুর, ঢাকা-১২১৬

মোবাইল: 01785 474 006

ইমেইল: alamincomputer1216@gmail.com

ফেসবুক: facebook.com/ac01785474006

ব্লগ: alamincomputertc.blogspot.com

Contact form

নাম

ইমেল *

বার্তা *