ডেটা টাইপ কি
ডেটা টাইপ বুঝার আগে আমাদেরকে জানতে হবে ডেটা কি? Datum শব্দের বহুবচন হলো Data বা ডেটা, যার অর্থ ফ্যাক্ট (Fact)। কোন ধারণা, বস্তু, শর্ত, অবস্থা ইত্যাদির ফ্যাক্ট, চিত্র বা বর্ণনাকে ডেটা বলে। ডেটা হলো অগোছালো উপাত্ত বা ফ্যাক্ট।
এখন আসা যাক ডেটা টাইপ সম্পর্কে। আমাদের দৈনন্দিন জীবনে প্রচুর ডেটা নিয়ে কাজ করতে হয়। এই ডেটার টাইপ বা প্রকৃতি আবার বিভিন্ন প্রকার। যথা: টেক্সট বা ক্যারেক্টার, নম্বর বা নিউমেরিক, ইয়েস/নো বা যুক্তিমূলক, তারিখ/সময়, মোমো, কারেন্সি ইত্যাদি।
নিম্নে ডেটার বিভিন্ন টাইপ বর্ণনা করা হলো:
১। টেক্সট / ক্যারেক্টার :
টেক্সট/ক্যারেক্টার ফিল্ডে অক্ষর, সংখ্যা, চিহ্ন ইত্যাদির ব্যবহার করা যায়। সাধারণত এ ফিল্ডে ২৫৫টি বর্ণ/ অংক/ চিহ্ন এককভাবে বা সম্মিলিতভাবে ব্যবহার করা যায়।
২। নাম্বার/নিউমেরিক:
নাম্বার/নিউমেরিক ফিল্ডে যোগ বা বিয়োগ চিহ্নসহ বা চিহ্ন ছাড়া পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশ মিলিয়ে প্রয়োজনীয় সংখ্যা ব্যবহার করা যায়। এই ফিল্ডের ডেটার উপর গাণিতিক অপারেশন যোগ, বিয়োগ, গুণ ও ভাগ করা যায়। ডেটার মানের ব্যপ্তির উপর ভিত্তি করে নাম্বার/ নিউমেরিক ফিল্ডকে সাধারণত বিভিন্নভাগে ভাগ করা যায়। যথা:
১। বাইট
২। ইন্টিজার
৩। লং ইন্টিজার
৪। সিঙ্গেল
৫। ডাবল
৬। রেপ্লিকেশন আইডি ইত্যাদি।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions