কম্পিউটার নেটওয়ার্ক কি
যেকোনো দূরত্বে স্থাপিত একাধিক কম্পিউটারের মধ্যে ডেটা বা তথ্য আদান-প্রদান এবং প্রসেসিং এর জন্য ব্যবহৃত হার্ডওয়্যার ও সফটওয়্যারের সমন্বিত ব্যবস্থাকে কম্পিউটার নেটওয়ার্ক (Computer Network) বলে।
সহজ কথায়, যোগাযোগ স্থাপনের জন্য বিভিন্ন কম্পিউটার একসঙ্গে যুক্ত হলে তাই কম্পিউটার নেটওয়ার্ক। কম্পিউটার নেটওয়ার্ক তার বা কেবল দিয়ে বা তার ছাড়া উভয় ব্যবস্থাতে গড়ে তোলা যায়।
নেটওয়ার্কের প্রকারভেদ
নেটওয়ার্কে যুক্ত কম্পিউটার সমূহের ভৌগলিক অবস্থান ও দূরত্বের ভিত্তিতে কম্পিউটার নেটওয়ার্ক প্রধানত ৪ প্রকার হতে পারে।
১। পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক (PAN) = ১০ মিটারের মধ্যে
২। লোকাল এরিয়া নেটওয়ার্ক (LAN) = ১ কিলোমিটারের মধ্যে
৩। মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক (MAN) = ১০ কিলোমিটারের মধ্যে
৪। ওয়াইড এরিয়া নেটওয়ার্ক (WAN) = ১০ কিলোমিটারের বেশি
পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক (Personal Area Network - PAN) :
কোনো ব্যক্তির নিকটবর্তী বিভিন্ন ডিভাইসের মধ্যে সংযোগ স্থাপন করে তথ্য আদান-প্রদানের নেটওয়ার্ক সিস্টেমকে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক (PAN) বলা হয়। পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক (PAN) মূলত ব্যক্তিগত ডিভাইসগুলোর মধ্যে যোগাযোগ স্থাপনের জন্য ব্যবহৃত হয়। এর বিস্তৃতি সাধারণত ১০ মিটারের মধ্যে সীমাবদ্ধ থাকে। তবে ক্ষেত্রবিশেষে ২০ মিটার পর্যন্ত হতে পারে। ল্যাপটপ, পিডিএ, বহনযোগ্য প্রিন্টার, মোবাইল ইত্যাদি এ নেটওয়ার্কে ব্যবহৃত হয়। পার্সোনাল এরিয়া নেটওয়ার্কের উৎকৃষ্ট উদাহরণ হলো ব্লুটুথ। IEEE 802.15 দ্বারা তারবিহীন পার্সেনাল এরিয়া নেটওয়ার্কের স্ট্যান্ডার্ড নির্ধারিত হয়ে থাকে। এছাড়াও বর্তমান সময়ে SHAREit নামক একটি সফটওয়্যার পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক (PAN) এর জন্য ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। এ নেটওয়ার্ক ইউএসবি বাস এবং ফায়ারওয়ার দ্বারা সংযুক্ত হতে পারে।
লোকাল এরিয়া নেটওয়ার্ক (Local Area Network - LAN) :
স্বল্প পরিসরে জায়গার জন্য ব্যবহৃত হয় এ নেটওয়ার্ক। সাধারণত ১ কিলোমিটার বা তারও কম এলাকার মধ্যে প্রয়োজনীয় সংখ্যক কম্পিউটার বা অন্য কোনো পেরিফেরাল ডিভাইস যুক্ত করে যে নেটওয়ার্ক তৈরি হয় তাকে লোকাল এরিয়া নেটওয়ার্ক বলে। এটি সাধারণত স্কুল, কলেজ, ক্যাম্পাস বা কোনো বড় অফিস বিল্ডিংয়ে অথবা কোনো ব্যবহুল পেরিফেরাল ডিভাইসকে অনেক ব্যবহারকারী যাতে ব্যবহার করতে পারে সেজন্য ব্যবহার করা হয়। IEEE 802.11 দ্বারা তারবিহীন লোকার এরিয়া নেটওয়ার্কের স্ট্যান্ডার্ড নির্ধারিত হয়ে থাকে। লোকাল এরিয়া নেটওয়ার্ক এর জন্য নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড (NIC) ব্যবহৃত হয়। যার অপর নাম LAN Card, এ কার্ডের সাধারণ স্টার বা রিং হয়ে থাকে। এর ট্রান্সমিশন মিডিয়া হিসেবে সাধারণত টুেইস্টেড পেয়ার ক্যাবল, কো-এক্সিয়াল ক্যাবল বা ক্ষেত্র বিশেষে অপটিক্যাল ফাইবার ব্যবহার করা হয়। নেটওয়ার্কের নিয়ন্ত্র কাঠামো এবং সার্ভিসের উপর ভিত্তি করে লোকাল এরিয়া নেটওয়ার্ককে প্রধানত ২ ভাগে ভাগ করা যায়। যথা:
ক) ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক (Client Server Network)
খ) পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক ( Peer to Peer Network)
মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক (Metropolitan Area Network - MAN) :
একই শহরে বিভিন্ন স্থানে অবস্থিত কম্পিউটার এবং ডিভাইস নিয়ে যে নেটওয়ার্ক গঠিত হয় তাকে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্কবলে। সাধারণত ১০ কিলোমিটারের মধ্যে একটি শহরের বেশ কিছু লোকাল এরিয়া নেটওয়ার্ক কে যুক্ত করতে এ নেটওয়ার্ক ব্যবস্থা ব্যবহার করা হয়। এখানে ট্রান্সমিশন মিডিয়া হিসেবে টেলিফোন লাইন, মডেম বা ক্ষেত্র বিশেষে মাইক্রোওয়েব ব্যবহার করা হয়। মাল্টিপাল রাউটার, সুইচ, হাব দ্বারা মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্কগঠিত হয়। কেবল টিভি নেটওয়ার্কও এক ধরনের মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক ব্যবস্থা।
ওয়াইড এরিয়া নেটওয়ার্ক (Wide Area Network - WAN) :
বিভিন্ন ভৌগলিক দূরত্বে অবস্থিত LAN বা MAN একত্রে সংযুক্ত হয়ে যে নেটওয়ার্ক তৈরি হয় তাকে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক বলা হয়। যেমন: ঢাকা, চট্রগ্রাম, এমনকি নিউ ইয়র্ক এ তিনটি শহরের মধ্যে যদি নেটওয়ার্ক স্থাপন করা হয়, তবে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক এর মাধ্যমে করতে হবে। এই নেটওয়ার্ক সিস্টেম ট্রান্সমিশন মিডিয়া হিসেবে টেলিফোন লাইন, স্যাটেলাইট, মাইক্রোওয়েভ, ফাইবার অপটিক ক্যাবল ব্যবহৃত হয়। WAN এর উৎকৃষ্ট উদাহরণ হলো ইন্টারনেট। ওয়াইড এরিয়া নেটওয়ার্ক সাধারণত ১০ কিলোমিটারের বেশি দূরত্ব পর্যন্ত নেটওয়ার্ক কভারেজ করতে পারে সহজে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions