অ্যাসকি কোড কি
ASCII শব্দটির পূর্ণরূপ হলো American Standard Code for International Interchange,
১৯৬৫ সালে রবার্ট বিমার সাত বিটের অ্যাসকি কোড উদ্ভাবন করেন। অ্যাসকি একটি বহুল প্রচলিত কোড। এটি ৭ বিট নিয়ে গঠিত হয় যার বাম দিকের ৩টি বিটকে জোন এবং ডানদিকের ৪টি বিটকে সংখ্যাসূচক বিট হিসেবে ধরা হয়। তবে একেবারে বামে একটি প্যারিটি বিট যোগ করে অ্যাসকিকে ৪টি বিট কোডে রূপান্তরিত করা হয়।
প্যারিটি বিট
7
৩টি জোন বিট
6 5 4
সংখ্যাসূচক বিট
3 2 1 0
অ্যাসকি-৭ কোডের বামে একটি প্যারিটি বিট যোগ করে অ্যাসকিকে ৮ বিট কোডে রূপান্তরিত করা হয়, যা অ্যাসকি-৮ নামে পরিচিত। অ্যাসকি-৮ কোডের মাধ্যমে ২৫৬টি অদ্বিতীয় চিহ্নকে নির্দিষ্ট করা যায়। বর্তমানে অ্যাসকি কোড বলতে অ্যাসকি-৮ কেই বুঝায়।
বিভিন্ন ধরনের কম্পিউটার বিশেষ করে মাইক্রোকম্পিউটারে অ্যাসকি কোডের ব্যাপক প্রচলন আছে। যেমন: কিবোর্ড, মাউস, মনিটর, প্রিন্টার ইত্যাদির মধ্যে আলফা নিউমেরিক ডেটা আদান প্রদানের জন্য অ্যাসকি কোড ব্যবহৃত হয়।
অ্যাসকি সারণিতে লক্ষ্য করলে দেখা যাবে যে, ০ থেকে ৩১ এবং ১২৭ হচ্ছে কন্ট্রোল ক্যারেক্টার, ৩২ থেকে ৬৪ হচ্ছে বিশেষ ক্যারেক্টার, ৬৫ থেকে ৯৬ হচ্ছে বড় হাতের অক্ষর ও কিছু চিহ্ন, ৯৭ থেকে ১২৭ হচ্ছে ছোট হাতের অক্ষর ও কিছু চিহ্ন।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions