প্রসেসর কি
প্রসেসর হলো কোন কম্পিউটারের ব্রেন বা মস্তিষ্ক। কম্পিউটারের সবার্ধিক গুরুত্বপূর্ণ ও প্রধান প্রসেসিং হার্ডওয়্যার হলো প্রসেসর। লজিক্যাল, গাণিতিক ও জটিল কর্ম সম্পাদনের প্রসেসিং বা কার্য সম্পাদন প্রক্রিয়া প্রসেসরকেই করতে হয়। কারণ প্রসেসর ছাড়াও কোন পিসি কাজ করতে পারে না।
প্রসেসর একটি ইলেকট্রনিক ডিভাইস, যা কোন একটি বিশেষ উদ্দেশ্যকে সামনে রেখে একাধিক মাইক্রোচিপের সমন্বয়ে তৈরি করা হয়ে থাকে। একে মাইক্রোপ্রসেসর নামেও অভিহিত করা হয়ে থাকে। কম্পিউটারে বিভিন্ন ধরনের প্রসেসর ব্যবহৃত হয়। এক্ষেত্রে প্রধান প্রসেসরটিকে বলা হয় সিপিইউ। অন্যান্য প্রসেসরগুলোকে বলা হয় কো-প্রসেসর।
কম্পিউটারের মূল চালিকা শক্তি হলো মাইক্রো প্রসেসর। প্রসেসরকে সিপিইউও বলা হয়। দেখতে এ যন্ত্রটি ছোট হলেও এর কার্যক্ষমতা অনেক বেশি। কম্পিউটারের বিভিন্ন কার্য সম্পাদনের মূল কাজটিই করে থাকে প্রসেসর। কম্পিউটার অপারেশনের যত কাজ করা হয় তার সবচেয়ে জটিল এবং প্রধান কাজটাই করে থাকে প্রসেসর। আসলে, কম্পিউটারের কার্যক্ষমতা প্রসেসর বা সিপিইউ এর উপরই বেশিরভাগ নির্ভর করে। অর্থাৎ পিসি কতটা দ্রুত কাজ করবে বা দ্রুত ডেটা প্রসেস করবে তা সিপিইউ এর উপরই নির্ভর করে। কাজেই প্রসেসরটা অবশ্যই হাই স্পীডের হলে পিসির জন্য ভালো।
বাজারে বিভিন্ন ব্রান্ডের বিভিন্ন মডেলের বিভিন্ন স্পীডের প্রসেসর পাওয়া যায়। যেমন: ইন্টেল পেন্টিয়াম ফোর, ডুয়েল কোর, কোর টু কোয়াড, কোর আই-৩, কোর আই-৫, কোর আই-৭, এএমডি এথলন ইত্যাদি। প্রসেসরের স্পীড কতো সেটা দেখে যাচাই-বাছাই করে ক্রয় করা ভালো। প্রসেসর কেনার সময় এর ক্যাশ মেমোরি কতো এটা অবশ্যই জেনেশুনে ক্রয় করা দরকার। কারণ ক্যাশ মেমোরী যত বেশি হবে প্রসেসরের প্রসেস করার ক্ষমতা এবং গতি ততো বেশি হবে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions