মোর্স কোড কি
তথ্য প্রেরণের জন্য ব্যবহৃত তথ্য সংকেত হলো মোর্স কোড।
প্রথমদিকে সমুদ্রে চলাচলকারী জাহাজের নাবিকেরা দূর থেকে ফ্ল্যাশ ল্যাম্পের সাহায্যে এক ধরনের সাংকেতিক তথ্য আদান-প্রদান করত। সংবাদ প্রেরণের জন্য স্যামুয়েল এফ.বি মোর্স তাঁর উদ্ভাবিত টেলিগ্রাফ যন্ত্রের জন্য তৈরি করেন এমন একসেট অক্ষরের সংকেত। এ সংকেত তৈরি হয় কিছু বিন্দু ও রেখার সমন্বয়ে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions