ব্যাকআপ ফাইল কি
(Backup File)
যে সকল ক্ষেত্রে প্রচুর পরিমাণ উপাত্ত বা ডেটা সংরক্ষণ ও প্রক্রিয়াকরণের কাজ করা হয়, সেসব ক্ষেত্রে বিকল্প পন্থা হিসেবে ডেটার হুবহু বা অবিকল কপি ব্যাকআপ রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। কারণ এক্ষেত্রে কোনো কারণে সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস নষ্ট হয়ে গেলে বা ভাইরাসজনিত কারণে ডেটা হারিয়ে গেলে বা বিকৃত হলে ব্যাকআপ কপি থেকে ডেটাকে পুনরুদ্ধার করা যায়। সাধারণত স্টোরেজ ডিভাইস যেমন: হার্ড ডিস্ক, পেন ড্রাইভ, কম্প্যাক্ট ডিস্ক বা চৌম্বক টেপে ডেটা বা প্রোগ্রামের ব্যাকআপ কপি রাখা হয়। ব্যাকআপ কমান্ডের সাহায্যে ডস এবং উইন্ডোজ উভয় পরিবেশে প্রোগ্রাম, ডেটা বা পুরো সিস্টেমকে ব্যাকআপ করা যায়। রিস্টোর কমান্ডের সাহায্যে ফাইল পুনরুদ্ধার করা যায়। এ প্রক্রিয়ায় সেসব গুরুত্বপূর্ণ ফাইল ব্যাকআপ রাখা হয় সেসব ফাইলকেই ব্যাকআপ ফাইল বলা হয়।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions