এনটিটি কি
(Entity)
বাস্তব ও অবাস্তব বস্তুর আদর্শ শ্রেণীকরণের জন্য প্রয়োজনীয় প্রধান একক হলো এনটিটি।
বিল্ডিং, রুম, চেয়ার, পাঠ্যসূচী, মেশিন, কর্মী, দেশ, জাতি, ছাত্র, শিক্ষক ইত্যাদি ডেটা এনটিটির উদাহরণ। অবশ্যই এনটিটির কিছু বৈশিষ্ট্য থাকবে। যেমন: ছাত্র একটি এনটিটি যার বৈশিষ্ট্য হলো নাম, রোল নং, বয়স, শ্রেণি ইত্যাদি। কোনো অর্গানাইজেমন এর একটি এনটিটি টাইপ অথবা এনটিটি সেট হলো ঐ প্রতিষ্ঠান সম্পর্কিত একই জাতীয় অবজেক্ট যার ডেটা আছে। কাজেই যে বিষয়ে ডেটাবেস তৈরি করা হবে তার সাথে সংশ্লিষ্ট এনটিটিসমূহকে একত্রে এনটিটি সেট বলা হয়।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions