সোর্স কোড কি
(Source Code)
সোর্স কোড হলো এক বা একাধিক কমান্ডের লিখিত তালিকা যা কম্পাইল বা ইন্টারপ্রেট করে একটি কম্পিউটার প্রোগ্রাম সম্পাদন করে। হাইলেভেল ল্যাঙ্গুয়েজের সোর্স কোড মানুষের জন্য বুঝার সুবিধা হলেও কম্পিউটারের জন্য নয়। তািই তা একজিকিউট করতে কম্পিউটারকে তা কম্পাইল বা ইন্টারপ্রেট করতে হয়। অধিকাংশ কম্পিউটার অ্যাপ্লিকেশনে সোর্স কোড ছাড়া শুধু এক্সিকিউটেবল ফাইল দেয়া থাকে। যদি তা দেয়া থাকত তাহলে ব্যবহারকারী বা প্রোগ্রামার বা সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর প্রোগ্রাম পরিবর্তন বা কিভাবে কাজ করে তা বুঝতে পারতেন।
সোর্স কোড মূলত ব্যবহার করা হয় এমন এক পদ্ধতির ইনপুট হিসেবে যা এক্সিকিউটেবল প্রোগ্রাম তৈরি করে যেমন: কম্পাইলার বা ইন্টারপ্রেটার। এটি মানুষের অ্যালগরিদম বুঝার একটি পদ্ধতিও বটে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions