বাইনারি বিয়োগ
বাইনারি সংখ্যা পদ্ধতিতে বিয়োগের নিয়ম দশমিক পদ্ধতির অনুরূপ। দুটি বাইনারি অংক বিয়োগের জন্য নিমোক্ত চারটি অবস্থার সৃষ্টি হয় -
0-0=0
1-1=0
1-0=1
0-1=1 এবং ক্যারি থাকছে ১।
এ পদ্ধতিতেও দশমিক পদ্ধতির মত ছোট সংখ্যা অর্থাৎ ১ বিয়োগ করলে ধার থাকে ১ । এ ধার পরবর্তী স্তম্ভ থেকে নেওয়া হয়। কম্পিউটারে এই নিয়মে বিয়োগ করা হয় না। ২ এর পরিপূরক পদ্ধতিতে যোগের সাহায্যে বিয়োগ করা হয় যা এই অধ্যায়ের শেষে আলোচিত হয়েছে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions