ইবিসিডিক কোড কি
৮ বিট বিসিডি কোড, ইবিসিডিক (EBCDIC - Extended Binary Coded Decimal Information Code) নামে পরিচিত।
ইবিসিডিক কোডে ০ থেকে ৯ সংখ্যার জন্য ১১১১, A থেকে Z বর্ণের জন্য ১১০০, ১১০১ ও ১১১০ এবং বিশেষ চিহ্নের জন্য ০১০০, ০১০১, ০১১০ ও ০১১১ জোন বিট হিসেবে ব্যবহার করা হয়। ২৫৬টি বর্ণ, সংখ্যা ও বিশেষ চিহ্নকে এ পদ্ধতিতে কোড করে কম্পিউটারে ব্যবহার উপযোগী করা আছে। এ কোডটি সাধারণত আইবিএম এবং আইবিএম সমকক্ষ কম্পিউটারেই ব্যবহার করা হয়। যেমন: আইবিএম, মেইনফ্রেম ও মিনি কম্পিউটারে ইবিসিডিক কোড ব্যবহার করা হয়।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions