কম্পিউটারে বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয় কেন
কম্পিউটার ডিজাইনে বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহারের কারণ
১। প্রাত্যহিক জীবনে দশমিক সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়। দশমিক সংখ্যা পদ্ধতিতে বিভিন্ন হিসাবের জন্য দশটি পৃথক অবস্থার প্রয়োজন। কম্পিউটার ইলেকট্রিক্যাল সিগনালের সাহায্যে কাজ করে। ইলেকট্রিক্যাল সিগনালের সাহায্যে দশমিক সংখ্যার দশটি ভিন্ন ভিন্ন অবস্থা (১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ০) প্রকাশ করা অসম্ভব না হলেও খুব কঠিন। কিন্তু বাইনারি সংকেতকে (০,১) খুব সহজেই ইলেকট্রিক্যাল সিগনালে সাহায্যে প্রকাশ করা যায়। অন্যদিকে দশমিক পদ্ধতির যাবতীয় হিসাব-নিকাশ বাইনারি পদ্ধতিতেই করা যায়।
২। ডিজিটাল/ইলেকট্রনিক যন্ত্রাংশ বাইনারি মোডে কাজ করে। যেমন: একটি ম্যাগনেটিক কোর ক্লক ওয়াইজ বা এন্টিক্লক ওয়াইজ ম্যাগনেটাইজড হতে পারে। একটি সুইচ অফ অথবা অন হতে পারে। ইলেকট্রনিক সিগনাল উপস্থিত অথবা অনুপস্থিত থাকতে পারে। এগুলোর সাথে বাইনারি সংখ্যা পদ্ধতির মিল রয়েছে।
৩। বাইনারি সিস্টেম মাত্র ২টি অবস্থা থাকায় ইলেকট্রনিক সার্কিট ডিজাইন খুবই সহজ হয়। এ সকল নানাবিধ কারণে কম্পিউটার ডিজাইনে বাইনারি পদ্ধতি ব্যবহার সুবিধাজনক।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions