প্রকৃত মান গঠন কি
প্রকৃত মান গঠন চিহ্ন সনাক্তকরণের জন্য চিহ্ন বিট ব্যবহার করা হয়। সংখ্যাটি ধনাত্মক হলে চিহ্ন বিট ০ হয় এবং ঋণাত্বক হলে চিহ্ন বিট ১ হয়। সুতরাং সংখ্যা শব্দে দুটি অংশ থাকে; একটি অংশ দ্বারা সংখ্যার চিহ্ন এবং অপর অংশটি দ্বারা সংখ্যার পরিমাণ বোঝানো হয়।
প্রকৃত মান গঠনে ০ এর জন্য দুটি বাইনারি শব্দ (+0 ও -0) সম্ভব। কিন্তু বাস্তবে +0 ও -0 বলতে কিছু নেই।
সংখ্যার প্রকৃত মান গঠন সহজ সরল হলেও জটিল ইলেকট্রনিক বর্তনীর প্রয়োজন হয় বিধায় এই গঠনের জনপ্রিয়তা দীর্ঘস্থায়ী হয়নি। এই গঠনে গাণিতিক কাজের গতিও কম হয়। আধুনিক গাণিতিক বর্তনীতে প্রকৃত মান গঠন ব্যবহৃত হয় না।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions