সুডোকোড কি
সুডো (Pseudo) একটি গ্রীক শব্দ। সুডো শব্দের অর্থ ছদ্ম বা যা সত্য নয়। প্রোগ্রাম রচনার জন্য অনেকেই প্রোগ্রামে সুডোকোড প্রণয়ণ করে থাকেন। প্রোগ্রাম রচনার প্রস্তুতিমূলক পূর্ব-ধাপ হিসেবে সুডোকোড প্রণয়ন করে নেওয়া যায়। সুডোকোড আসলে অ্যালগরিদমের পূর্ব-প্রস্তুতি বা অনেকক্ষেত্রে অ্যালগরিদমের বিকল্প বলা যেতে পারে। প্রোগ্রামের ধরণ এবং কার্যপ্রণালী সংবলিত কিছু নির্দেশ বা স্টেটমেন্টের সমাহারকেই সুডোকোড বলা হয়।
সুডোকোড দিয়ে একটি প্রোগ্রামকে এমনভাবে উপস্থাপন করা হয় যা কোনো নির্দিষ্ট কম্পিউটার বা প্রোগ্রামিং ভাষার উপর নির্ভরশীল নয়। এটা সুন্দর ও সহজ ইংরেজি ভাষায় সমস্যা সমাধানের প্রতিটি ধাপ বর্ণনা করে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions