কোনো ডকুমেন্টের শব্দ খোঁজা ও প্রতিস্থাপন করার কমান্ড কোনটি
উত্তর: Ctrl+H
কোনো ডকুমেন্টের শব্দ খোঁজা ও প্রতিস্থাপন করার কমান্ড হলো Ctrl+H অর্থাৎ কিবোর্ড থেকে Ctrl বাটন চেপে ধরে H চাপতে হবে। তাহলে রিপ্লেস (Replace) নামে একটি ডায়ালগ বক্স আসবে, তারমধ্যে Find যে লেখাটি বাদ দেয় দরকার সেটি টাইপ করতে হবে। আর Replace অপশনে যে লেখাটি নতুন করে প্রতিস্থাপন করতে চাই সেটি টাইপ করে Replace All অপশনে ক্লিক করতে হয়।
আর শুধুমাত্র কোন শব্দ খুজে বের করার কমান্ড হলো Ctrl+F
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions