ফ্লোচার্ট কি
প্রোগ্রাম কিভাবে কাজ করবে তা ছবি এঁকে ফ্লোচার্টের মাধ্যমে দেখানো হয়। ফ্লোচার্ট হলো এমন কতকগুলো ছবি যা থেকে বুঝা যায় সমস্যা সমাধান করতে হলে পরপর কিভাবে অগ্রসর হতে হবে। একে ফ্লোচার্ট বলার কারণ এ থেকে প্রোগ্রামের প্রবাহ কিভাবে হচ্ছে তা বুঝা যায়। ফ্লোচার্ট প্রোগ্রাম বুঝতে পারার ফলে বিভিন্ন প্রোগ্রামার, সিস্টেম বিশ্লেষক, কম্পিউটার ব্যবহারকারী ইত্যাদির মধ্যে যোগাযোগের সুবিধা হয়।
প্রোগ্রামের প্রাথমিক পরিকল্পনা ফ্লোচার্টের মাধ্যমে পরিস্কারভাবে তুলে ধরা হয় এবং ফ্লোচার্টের উপর ভিত্তি করে প্রোগ্রাম রচনা করা হয়। জটিল প্রক্রিয়াকরণের ক্ষেত্রে ফ্লোচার্ট প্রোগ্রাম রচনা সহজ করে দেয়। এসব ক্ষেত্রে ফ্লোচার্ট প্রোগ্রামের পথ প্রদর্শক হিসেবে কাজ করে।
একটি উন্নতমানের ফ্লোচার্ট নিম্নলিখিত সুবিধা প্রদান করে। যথা:
১। সহজে প্রোগ্রামের উদ্দেশ্য বুঝা যায়।
২। প্রোগ্রামের ভুল নির্ণয়ে সহায়তা করে।
৩। প্রোগ্রাম পরিবর্তন ও পরিবর্ধনে সহায়তা করে।
৪। প্রোগ্রাম রচনায় সহায়তা করে।
৫। সহজে ও সংক্ষেপে জটিল প্রোগ্রাম লেখা সম্ভব হয়।
ফ্লোচার্টের কতকগুলো জ্যামিতিক ছবি বা অ্যাসেম্বলি চিহ্ন ব্যবহৃত হয়। ফ্লোচার্টের প্রধান চিহ্ন ৬টি, এছাড়া আরও কতকগুলো চিহ্ন মাঝে মাঝে প্রয়োজন হয়। অ্যানসি (ANSI - American National Standard Institute) এই চিহ্নগুলো তৈরি করেছেন, এগুলো আন্তর্জাতিকভাবে স্বীকৃত।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions