স্মার্ট কার্ড কি
স্মার্ট কার্ড বা চিপ কার্ড অথবা ইন্টিগ্রেটেড সার্কিট কার্ড হলো পেকেট সাইজের সার্কিটযুক্ত কার্ড। যার মধ্যে ভলেটাইল মেমোরি এবং মাইক্রোপ্রসেসর কম্পোনেন্ট থাকে। এটি বিশেষ ধরনের প্লাস্টিকের দ্বারা তৈরি। এতে শক্তিশালী সিকিউরিটি অথেনটিকেশন যুক্ত করা যায়।
এই প্লাস্টিকের কার্ড স্বয়ংক্রিয় যন্ত্রের সাহায্যে জিনিস কেনাকাটায়ও ব্যবহার করা যায়। কার্ডের বৈদ্যুতিক স্মৃতিতে টাকার হিসাবও ক্যালকুলেট করা থাকে।
যেকোনো প্রয়োজনে যেকোনো অফিসিয়াল কার্যক্রম বা সেবা প্রদানের জন্য কাস্টমাইজ করে স্মার্ট কার্ড তৈরি করা ও প্রাকটিক্যালভাবে উক্ত কার্য সম্পাদনের লক্ষ্যে ব্যবহার করা যায়।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions