বাংলাদেশের সমুদ্রসীমা
বাংলাদেশের রাজনৈতিক সমুদ্রসীমা: ১২ নটিক্যাল মাইল।
বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্যসীমা: ২০০ নটিক্যাল মাইল / ৩৬৭ কি.মি.। ( ১ নটিক্যাল মাইল সমান: ১.৮৫৩ কি.মি.।)
বাংলাদেশের অভ্যন্তরে বঙ্গোপসাগরের তটরেখার দৈর্ঘ্য: ৭১১ কি.মি.।
সমুদ্র সমতল থেকে সবচেয়ে উঁচুতে অবস্থিত: দিনাজপুর জেলা (৩৭.৫০ মিটার)।
বঙ্গোপসাগরে অবস্থিত একটি গভীর খাত এর নাম: সোয়াচ অব নো গ্রাউন্ড।
বাংলাদেশ মায়ানমারের সাথে সমূদ্রসীমা জয়লাভ করে: ২০১২ সালে।
বাংলাদেশ ভারতের সাথে সমূদ্রসীমা জয়লাভ করে: ২০১৪ সালে।
বাংলাদেশ ভারতের বিরোধপূর্ণ সমুদ্র এলাকা ছিলো: ২৫,৬০২ বর্গ কি.মি.। বাংলাদেশ লাভ করে: ১৯,৪৬৭ বর্গ কি.মি.। এবং ভারত লাভ করে: ৬,১৩৫ বর্গ কি.মি.।
বাংলাদেশের মোট সমুদ্র অঞ্চল: ১,১৮,৮১৩ বর্গ কি.মি.।
বাংলাদেশের সমুদ্রসীমার প্রথম পূণাঙ্গ মানচিত্র প্রকাশ করে: চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়।
সমুদ্র বিষয়ক আন্তর্জাতিক আদালত এর নাম: ITLOS (International Tribunal for the Law of the Sea)
আন্তর্জাতিক সমুদ্র বিষয়ক আইনকে বলা হয়: UNCLOS (United Nations Convention on the Law of the Sea)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions