ভ্যাট কি
ভ্যালু এডেড ট্যাক্স (Value Added Tax) এর সংক্ষিপ্ত রূপ হলো ভ্যাট (VAT), বাংলায় যাকে মূল্য সংযোজন কর বা মূসক বলে। এ পদ্ধতিতে ডাবল টেক্সেসন বা ট্যাক্স অন ট্যাক্স থেকে করদাতাকে রক্ষা করে। এ পদ্ধতিতে করদাতা নির্দিষ্ট একটি হারে তার মোট বিক্রয়ের ওপর মূল্য সংযোজন কর নির্ধারণের তার থেকে ক্রয়কৃত কাঁচামালের ওপর প্রদানকৃত কর বিয়োগ করে নীট অংশটুকু কার কর্তৃপক্ষের নিকট মূল্য সংযোজন কর হিসেবে প্রদান করেন। বাংলাদেশে ১৯৯১ সালের ১ জুলাই থেকে ভ্যাট চালু হয়।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions