জিপ ফাইল আনজিপ করার নিয়ম
জিপ ফাইল আনজিপ করার জন্য আনজিপ সফটওয়্যার যেমন: উইনরার বা সেভেনজিপ পিসিতে আগে থেকে ইনস্টল করা থাকতে হবে। যদি পিসিতে সফটওয়্যারটি ইনস্টল করা না থাকে তাহলে এখান থেকে ডাইনলোড করুন।
১। যে ফাইলটি আনজিপ করতে চান সে ফাইলটির উপর মাউসের ডান বাটন ক্লিক করুন।
২। ডান বাটন ক্লিকের পর একটি লিস্ট দেখাবে তারমধ্যে Extract Files ক্লিক করুন।
৩। আরেকটি ডায়ালগবক্স আসবে তাতে Ok ক্লিক করুন। ফাইল যতো বড় হবে আনজিপ হতে ততো বেশি সময় লাগবে। আর ফাইল সাইজ ছোট হলে খুব দ্রুত আপজিপ হয়ে যাবে।
আনজিপ হয়ে গেলে, জিপ ফাইলের যে নাম ছিলো ঐ একই নামে আরেকটি হলুদ ফোল্ডার হয়ে যাবে। তারপর সেই ফোল্ডার ওপেন করে ইচ্ছেমতো ফাইল ব্যবহার করতে পারবেন।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions