জীবমন্ডল কাকে বলে
জীবমন্ডল (Biosphere): জীবমন্ডল উদ্ভিদ ও প্রাণীজগত নিয়ে গঠিত। ভূ-পৃষ্ঠ এদের আবাসস্থল। ভূ-ত্বকের উপরিভাগের পানি ও মাটির মিলনস্থলে জীবের বিকাশ ঘটে। ভরের গুরুত্ব বিবেচনায় বিশ্বব্যাপী মোট জৈব পদার্থের ওজন মাত্র ৮ ট্রিলিয়ন মেট্রিক টন, অথচ বায়ুমন্ডলের মোট ওজন ৫,১৪০ ট্রিলিয়ন মেট্রিক টন এবং বারিমন্ডলের মোট পানির ওজন ১,৫০০,০০০ ট্রিলিয়ন মেট্রিক টন। এই থেকে সহজেই অনুমেয় যে, অন্যান্য মন্ডলের তুলনায় জীবমন্ডলের ভর খুবই নগন্য।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions