মিথেন উৎপাদনকারী ব্যাকটেরিয়া
মিথেন উৎপাদনকারী ব্যাকটেরিয়া (Methane producing bacteria): বায়ুর অনুপস্থিতিতে যেসব ব্যাকটেরিয়া মিথেন গ্যাস তৈরি করে তাকে বলা হয় মিথেন উৎপাদনকারী ব্যাকটেরিয়া। বিপাকের প্রধান উৎপন্ন বস্তু হিসাবে গ্যাসীয় হাইড্রোকার্বন, মিথেন (CH4) উৎপন্ন করার অনন্য ক্ষমতা এসব ব্যাকটেরিয়ার আছে প্রকৃতিতে যেসব স্থানে গাছপালার অবশেষ বায়ুর অনুপস্থিতিতে পচে যেসব এলাকায় এই ব্যাকটেরিয়া পাওয়া যায়। যদিও মিথেন উৎপাদনকারী ব্যাকটেরিয়াগুলো সর্বাপেক্ষা অক্সিজেন সংবেদনশীল ব্যাকটেরিয়ার মধ্যে অন্তর্ভুক্ত, তবুও এদেরকে বিভিন্ন স্থানে পাওয়া যায়, যেমন: মানুষ ও অন্যান্য প্রাণীর পরিপাক নালি, পলল, পুকুর, হ্রদের কাদা, জলাময় নিম্নভূমি, বিল, স্যানিটারি বস্তু দ্বারা পূর্ণকরা ভূমি, আবর্জনা ও নর্দমার ময়লার জন্য ব্যবহৃত ডাইজেস্টর, কোনো কোনো উদ্ভিদের পচনশীল সার-কাষ্ঠ। এসব বাসস্থানে অন্যান্য ব্যাকটেরিয়া সহজলভ্য অক্সিজেন ব্যবহার করে স্বল্প বিজারণ বিভবের অবাত অঞ্চল প্রতিষ্ঠা করে জৈব পদার্থ পচনের অণুজীবীয় বিপাকীয় খাদ্যশিকলের প্রান্তীয় জীবগুলো হলো মিথেন উৎপাদনকারী ব্যাকটেরিয়া।
মিথেন উৎপাদনকারী ব্যাকটেরিয়ার গণগুলোকে অঙ্গসংস্থান ও গ্রাম বিক্রিয়া দ্বারা পার্থক্য করা যায়। কোষপ্রাচীরের উপাদানের পার্থক্যও বিভিন্নগণের সঙ্গে সহসম্পর্ক দেখায়।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions