ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতি কাকে বলে
ব্যষ্টিক অর্থনীতি: পূর্বে অর্থনীতি একটিই বিষয় ছিল। কিন্তু ১৯৩০-এর দশকের মহামন্দার পর অর্থনীতি দুটি শাখায় বিভক্ত হয়- ব্যষ্টিক অর্থনীতি ও সমষ্টিক অর্থনীতি। ব্যষ্টিক অর্থনীতি ‘‘ক্ষুদ্র’’ বিষয় নিয়ে আলোচনা করে। ব্যষ্টিক অর্থনীতিতে ভোক্তা ফার্ম এবং বাজারের আচরণ আলোচিত হয়।
সমষ্টিক অর্থনীতি: সমষ্টিক অর্থনীতিতে ‘‘বৃহৎ’’ বা ‘‘সমগ্র’’ সম্পর্কিত বিষয় আলোচনা করা হয়। সমগ্র অর্থনীতি সম্পর্কিত আচরণ সমষ্টিক অর্থনীতির বিষয়বস্তু। অর্থনীতি কিভাবে এবং কেন প্রবৃদ্ধি অর্জন করে এবং উঠানামা করে সেসব বিষয়াদি সম্পর্কে সমষ্টিক অর্থনীতিতে আলোচিত হয়। সমষ্টিক অর্থনীতি মূল্যস্ফীতি ও বেকারত্বের হার, সুদের হার, লেনদেন ভারসাম্য এবং বিনিময় হার সম্পর্কেও আলোচনা করে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions