চমরি গাই
চমরি গাই (Moose) : চমরি গাই হলো এক ধরনের হরিণদের গোত্র Cervidae এর যুগ্ম খুর বিশিষ্ট অ্যাঙ্গুলেটদের এক নাম Alces এ গোত্রের সবচেয়ে বড় সদস্য এবং সমগ্র দক্ষিণ আমেরিকা এবং ইউরেশিয়ার উত্তর অঞ্চলের বোরিয়াল বন এলাকায় বিস্তৃত। ইউরোপে Moose এলক (elk) নামে পরিচিত এবং কেউ কেউ বিশ্বাস করেন যে, এটি আমেরিকান মুজ Alces Americana এর একটি জাত। এদের প লম্বা, ফলে উপকূলভাগের গাছপালা এবং ঝোপ-ঝাড়ের লতাপাতা সহজেই খাদ্য হিসাবে সংগ্রহ করতে পারে। বসন্তের সূচনায় কমোদ্দীপক পুরুষ কতকগুলো মাদি হরিণকে একত্রে জড়ো করে। এ সময়ই তাদের যৌন মিলন ঘটে। প্রায় ৩৭ সপ্তাহ গর্ভদারণকাল শেষে একটি বা দুটি শাবকের জন্ম হয়।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions