পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কাকে বলে
পূর্ণপ্রতিযোগিতা মূলক বাজার : যে বাজারে অসংখ্য ক্রেতা ও বিক্রেতা একটি সমজাতীয় দ্রব্য দর কষাকষির মাধ্যমে একটি নিদিষ্ট দামে ক্রয়-বিক্রয় করে তাকে পূর্ণপ্রতিযোগিতামূলক বাজার বলে।
পূর্ণ প্রতিযোগিতা বাজারের বৈশিষ্ট্য
পূর্ণপ্রতিযোগিতা মূলক বাজারের নিম্নোক্ত বৈশিষ্ট্যগুলো বিদ্যমান:
১. বহুসংখ্যক ক্রেতা ও বিক্রেতা : পূর্ণপ্রতিযোগিতা মূলক বাজারে বহুসংখ্যক ক্রেতা ও বিক্রেতা থাকে। ফলে কোন ক্রেতা বা বিক্রেতা একক ভাবে দামের উপর প্রভাব ফেলতে পারে না। তাই একটি নির্দিষ্ট দামেই দ্রব্যটি বিক্রি হয়।
২. সমজাতীয় দ্রব্য : বিভিন্ন ফার্ম কর্তৃক বিক্রীত দ্রব্য সমজ বা পূর্ণ বিকল্প, তাই দ্রব্যটি কার নিকট বিক্রি করা হচ্ছে বা কার নিকট থেকে ক্রয় করা হচ্ছে তা ক্রেতা বা বিক্রেতা কারোর নিকটই গুরুত্বপূর্ণ বিষয় নয়।
৩. বাজার সম্বন্ধে পূর্ণজ্ঞান : এ বাজারে ক্রেতা ও বিক্রেতাগণ বাজারে প্রচলিত দাম, পরিমাণ ও অন্যান্য অবস্থা সম্পর্কে পুরোপুরি অবহিত থাকে এবং সে অনুযায়ী পরিচালিত হয়।
৪. অবাধ প্রবেশ ও প্রস্থানের অধিকার : সংশি-ষ্ট শিল্পে নতুন ফার্ম প্রবেশ করতে পারে। আবার পুরাতন কোন ফার্ম বাজার থেকে প্রস্থানও করতে পারে।
৫. উপকরণসমূহের পূর্ণগতিশীলতা : এরূপ বাজারে উৎপাদনের উপকরণ সমূহ সম্পূর্ণ গতিশীল। উপকরণসমূহের পেশাগত বা শিল্পগত গতিশীলতার পথে কোন বাধা থাকে না।
৬. ক্রেতা ও বিক্রেতা যৌক্তিক আচরণ করে।
৭. বাজারের উপর সরকারের কোন হস্তক্ষেপ নেই।
পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে শিল্পের অন্তর্গত কোন ফার্ম এককভাবে দামের উপর প্রভাব ফেলতে পারে না। বাজার চাহিদা ও যোগানের সমতার মাধ্যমে নির্ধারিত দামেই ফার্ম তার উৎপাদিত দ্রব্যের সবটুকু বিক্রি করতে পারে। এ বাজারে প্রত্যেক ফার্মই দাম গ্রহীতা হিসেবে বিবেচ্য। বিক্রয়ের পরিমাণ যাই হউক না কেন দ্রব্যের দাম তথা গড় আয় একই থাকে। এজন্য প্রান্তিক আয়ও সর্বদা স্থির থাকে এবং তা গড় আয়ের সমান হয়। ফার্মের চাহিদা রেখা বা গড় আয় রেখা (AR) ভূমি অক্ষের সমান্তরাল। প্রান্তিক আয় রেখা (MR) গড় আয় রেখায় মিশে যায়। চিত্রে ১০.৫-এ তা দেখান হলো। যথা: AR=MR=P। চাহিদা এবং যোগানের মাধ্যমে নির্ধারিত। এই OP দামেই ফার্ম উৎপাদন কর্ম পরিচালনা করে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions