তুঁত গাছ
তুঁত গাছ বা মালবেরি (Mulberry) : দ্বিবীজপত্রী গুপ্তবীজী উদ্ভিদের Morus গণের প্রজাতির সাধারণ ইংরেজি নাম হলো মালবেরি যা বাংলায় বলা হয় তুঁত গাছ। অর্থাৎ আমাদের দেশে তুঁত গাছ নামে পরিচিত। এ গাছের পাতা রেশন গুটি পোকার প্রকার খাদ্য। এটি ছোট বা ঝোপ জাতীয় বৃক্ষ। এ গাছের পাতা বা কাণ্ড কটলে সাদা রস বের হয়। এদের পাতা সরল, কিন্তু প্রায়ই পাতার কিনারা খাঁজ কাটা হয় এবং পাতাগুলো ডালে একটার পর একটা সাজানো থাকে। এটি এশিয়ার বা প্রাচ্যের উদ্ভিদ। Morus alba (সাদা তুঁত গাছ) উনিশ শতাব্দীতে চীন থেকে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয় প্রধানত রেশন পোকার খাদ্যের জন্যে। সেখানে রেশন শিল্প অবশ্য সফল হয়নি। কিন্তু এই বৃক্ষ ওদেশে থেকে গেছে এবং শহরে নগরে ও বনের কিনারে বেশ দেখা যায়। ক্রান্তীয় অঞ্চল ছাড়াও এ উদ্ভিদ শী-প্রধান অঞ্চলেও জন্মাতে সক্ষম। লাল তুঁত গাছ (M. Rubra) যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলে আর্ধেকটা জুড়ে ও কানাডার দক্ষিণ অল্টারিওতে জন্মায়। এ গাছের কাঠ বেড়ার খুঁটি, আসবাবপত্র, ঘরের ভিতরের কাজে, কৃষিযন্ত্রপাতি ও ব্যারেল তৈরিতে ব্যবহার করা হয়।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions