চ্যুতি স্তুপ পর্বত কাকে বলে
চ্যুতি স্তুপ পর্বত (Fault-Block-Mountains): প্রবল ভূ-আলোড়নের ফলে শিলাস্তরে সংকোচন ও প্রসারণ চাপের সৃষ্টি হয়। এর ফলে ভূ-ত্বক অনেক সময় খাড়াভাবে ফেঁটে যায়। যে রেখা বরাবর ফাঁটল সৃষ্টি হয় তাকে চ্যুতি রেখা বলে। দুটি ফাঁটলের মাঝের অংশ অনেক সময় উপরে উঠে গিয়ে বা নীচে বসে গিয়ে ভূমির ওপর স্তূপের আকারে দাড়িয়ে থাকে তাই একে চ্যুতি স্তুপ পর্বত বলে।
চ্যুতি স্তুপ পর্বতের উৎপত্তি:
তিন ধরণের পরিস্থিতিতে চ্যুতি স্তুপ পর্বত সৃষ্টি হতে পারে।
১। শিলাস্তরে টান জনিত চাপের কারণে।
২। শিলাস্তর ঊর্ধ্বে উত্থিত হওয়ার কারণে। উদাহরণ: পূর্ব আফ্রিকার স্রস্ত উপত্যকার পার্শ্ববর্তী উঁচু পার্বত্য স্তুপে এ ধরনের চ্যুতি স্তুপ পর্বত রয়েছে।
৩। কোন কারণে ভূ-ত্বকের এক অংশ খাড়াভাবে পাশের সমভূমির ওপরে উঠে গেল চ্যুতি স্তুপ পর্বত সৃষ্টি হয়।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions