হিসাববিজ্ঞান কি
হিসাববিজ্ঞানের সংজ্ঞা (Definition of Accounting)
সংক্ষেপে কিন্তু সুনির্দিষ্ট ভাবে হিসাববিজ্ঞানের সংজ্ঞা দেওয়া যায় এভাবে, হিসাববিজ্ঞান মূলত একটি পরিমাপ, নিয়ন্ত্রণ ও তথ্য আদান-প্রদান পদ্ধতি। এটিকে আরও বিশ্লেষণ করলে দেখা যাবে যে, চারটি প্রধান উদ্দেশ্য সাধনের জন্য কোন হিসাবকালে প্রতিষ্ঠানের সংঘটিত লেনদেন ও ঘটনার সুশৃঙ্খল লিপিবদ্ধকরণ ও প্রক্রিয়াজাতকরণ কলাই হিসাববিজ্ঞান। এই প্রধান চারটি উদ্দেশ্য হল:
- একটি নির্দিষ্ট হিসাবকালে কোন প্রতিষ্ঠানে সংঘটিত লেনদেনের নিট ফলাফল নির্ধারণ।
- হিসাবকাল শেষে সম্পত্তি ও দায়ের মূল্যায়নের মাধ্যমে হিসাবকালের শেষ দিনে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা নির্ধারণ।
- সম্পূর্ণ হিসাবকালের রায়, আয় এবং অন্যান্য কাজের নিয়ন্ত্রণ। আশানুরূপ ফল না হলে কেন হলনা তা নির্ধারণ করে সঠিক পথ নির্ধারণ।
- হিসাবকালের শেষে অথবা হিসাবকালের অন্তর্বর্তী যেকোন সময়ে বার্ষিক প্রতিবেদন ও অন্যান্য প্রতিবেদনের মাধ্যমে প্রতিষ্ঠানের বহিঃস্থ ও অন্তঃস্থ স্বার্থ-সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রয়োজনীয় তথ্য সরবরাতকরণ।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions