টেলিফোন কি
দূরালাপনী বা টেলিফোন (Telephone): দূরবর্তী যে কারো সাথে সরাসরি কথোপকথনে টেলিফোন একটি অতি মূল্যবান ও দরকারি যন্ত্র। স্থায়ী তারযুক্ত টেলিফোন ছাড়াও আজকাল মোবাইল ফোনের আবিষ্কার মানুষের জীবনকে সহজ করেছে। আজকাল মোবাইল ফোন শুধুমাত্র কথোপকথনেই সীমাবদ্ধ নয়; বরং এটি যেকোনো ইলেক্ট্রনিক মেইল বা ই-মেইল, ভয়েস মেইল, এসএমএস, এমএমএস বিনিময়সহ অডিও বা ভিডিও কনফারেন্সিংয়ে ব্যবহৃত হয়। এছাড়াও এরূপ মোবাইল ফোনে বিপুল পরিমাণে তথ্য-উপাত্ত, ছবি, গ্রাফ ইত্যাদিও সংরক্ষণ করা যায়। উপরন্তু, মোবাইল ফোন কম্পিউটারের একটি ক্ষুদ্র সংস্করণ হিসেবে কম্পিউটারের বহুবিধ কার্যসম্পাদনের বিকল্প পদ্ধতি হিসেবে ব্যবহৃত হয়।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions