DOS হল Disk Operating System। এখানে শুধুমাত্র একই সময়ে একটির বেশী এপ্লিকেশন প্রোগ্রামে কাজ করা যায় না বলে এটিকে Single Operating System বলা হয়। এ প্রোগ্রামে সুবিধা সীমিত। এপ্লিকেশন প্রোগ্রামগুলো শুধুমাত্র কী-বোর্ড কমান্ডের মাধ্যমে সচল করা যায়। মাউসের ব্যবহার ছিল না।
Windows হল Multi-Operating System। একই সাথে অনেকগুলো প্রোগ্রামে কাজ করা সম্ভব এবং ব্যবহারকারী সহজেই ব্যবহার করতে পারেন। মাউসের সাহায্যে ক্লিক করে করেই অনেক কাজ করা সম্ভব যা ডস অপারেটিং সিস্টেমে সম্ভব নয়। উইন্ডোজ একটি ইউজার ফ্রেন্ডলি অপারেটিং সিস্টেম।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions