ভাইরাস কি
VIRUS শব্দের পূর্ণ রূপ হল- Vital Information Resources Under Seize এর বাংলা অর্থ হচ্ছে গুরুত্বপূর্ণ উৎসগুলো বাজেয়াপ্ত করা হয়েছে। প্রখ্যাত গবেষক ফ্রেড কোহেন ভাইরাস নামকরণ করেন।
কম্পিউটার ভাইরাস কি?
কম্পিউটার ভাইরাস একটি প্রোগ্রাম, যা কম্পিউটারের স্বাভাবিক কর্মসম্পাদনে বাধার সৃষ্টি করে। বাহিরের উৎস থেকে কম্পিউটারের মেমোরীতে প্রবেশ করে নিজেকে কপি করার মাধ্যমে বংশ বিস্তার করে মূল্যবান প্রোগ্রাম বা তথ্য নষ্ট করে দেয়। অর্থাৎ কম্পিউটার ভাইরাস হল এমন একটি প্রোগ্রাম যা ধ্বংসকারী হিসেবে নিজেকে অন্যান্য প্রোগ্রামে সংক্রমণ ঘটায় এবং অসংক্রমিত প্রোগ্রামগুলোতে সংক্রমণ ঘটিয়ে ক্ষতি সাধণ করে। এন্টি ভাইরাস প্রোগ্রামের মাধ্যমে ভাইরাসের নাম ও এর উপস্থিতি সনাক্ত করা যায় এবং আক্রান্ত ভাইরাসকে ধ্বংস করা যায়। এজন্যে কম্পিউটারে এন্টিভাইরাস সফটওয়্যারের আপডেট ভার্সন সব সময় ব্যবহার করতে হয়।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions