প্রিন্টার একটি আউটপুট ডিভাইস। যে যন্ত্রের মাধ্যমে কম্পিউটার প্রাপ্ত ফলাফল কাগজে ছাপায় সেটিকে প্রিন্টার বলা হয়। প্রত্যেক প্রিন্টারের নিজস্ব প্রিন্টার ড্রাইভার আছে এ জন্যই কম্পিউটারে কোন কিছু প্রিন্ট করতে হলে প্রিন্টারের ড্রাইভারটি ইনস্টল করে নিতে হয়। নিম্নের প্রিন্টারগুলো আমাদের দেশে সবচেয়ে বেশী ব্যবহৃত হয়:
১। ডট্ ম্যাট্রিক্স প্রিন্টার (Dot Matrix Printer)
২। ইংকজেট প্রিন্টার (InkJet Printer)
৩। লেজার প্রিন্টার (Leaser Printer)
১। ডট্ ম্যাট্রিক্স প্রিন্টার (Dot Matrix Printer) : এ প্রিন্টারে কালির রিবনের উপর হেডারের পিন চেপে কাগজে ছাপা হয়। এ ধরণের প্রিন্টারের পিন মান যত বেশী প্রিন্টের মানও তত ভাল হয়। যেমন- ৯, ২৪, ৩৬ ও ৪৮ পিন ইত্যাদি। যেমন- NEC, Epson কোম্পানীর প্রিন্টার বেশ জনপ্রিয়।
২। ইংকজেট প্রিন্টার (InkJet Printer) : ছোট আকৃতির এই প্রিন্টারের প্রিন্ট ডটমেট্রিক্স এর চেয়ে উন্নত। এই সমস্ত প্রিন্টারের দাম কম হলেও কার্টিজের (কালি) দাম বেশী হওয়াতে এ ধরণের প্রিন্টারের অনেকে বেশি প্রিন্টিং এর জন্য ব্যয়বহুল।
৩। লেজার প্রিন্টার (Leaser Printer) : লেজার প্রিন্টার (leaser Printer) : জনপ্রিয় এই প্রিন্টারের প্রিন্ট খুবই উন্নত। বেশী কাগজ প্রিন্টের জন্য এটি বেশ ভাল। ফলে এই প্রিন্টারগুলো প্রকাশনার কাজে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এই প্রিন্টার লেজার রশ্মির সাহায্যে কাগজে লেখার ও ছাপার কাজ করে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions