প্রোগ্রাম কি
কম্পিউটার বুঝতে পারে এমন নির্দেশ মালাকে বলা হয় প্রোগ্রাম।
প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ:
কম্পিউটারের ভাষায় ব্যবহৃত বর্ণ হচ্ছে ০ এবং ১। কম্পিউটার বুঝতে পারে এমন কিছু নির্দৃষ্ট সংকেত ও চিহ্ন ব্যবহার করে বিশেষ নিয়মানুসারে সাজিয়ে প্রোগ্রাম লিখতে হয়। প্রোগ্রাম তৈরির জন্য ব্যবহৃত এ সকল সংকেত, চিহ্ন ও নিয়মগুলোকে একত্রে প্রোগ্রামিং ভাষা বলে।
প্রোগ্রামিং ভাষা বলতে আসলে কতকগুলো নির্দেশ যা কম্পিউটারকে নিয়ন্ত্রণ করবে এবং কম্পিউটার কি ধরনের কাজ করবে, ডেটা কোথায় রাখবে, ফলাফল কি হবে ইত্যাদি নির্ধারণ করা।
বৈশিষ্ট্য অনুযায়ী প্রোগ্রামিং ভাষাকে ৫টি স্তর বা প্রজন্মে ভাগ করা যায়। যথা-
১। প্রথম প্রজন্মের ভাষা : মেশিন ল্যাঙ্গুয়েজ
২। দ্বিতীয় প্রজন্মের ভাষা : অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ
৩। তৃতীয় প্রজন্মের ভাষা : হাই লেভেল ল্যাঙ্গুয়েজ
৪। চতুর্থ প্রজন্মের ভাষা : ভেরি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ
৫। পঞ্চম প্রজন্মের ভাষা : ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ
নিম্নে জনপ্রিয় কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নাম দেয়া হল:
সিস্টেম প্রোগ্রামিং : C, Rus
ডেস্কটপ এ্যাপ্লিকেশন : Java, C++, Python
ফ্রন্ট-এন্ড ওয়েব ডেভেলপমেন্ট: JavaScript
ব্যাক-এন্ড ওয়েব ডেভেলপমেন্ট : JavaScript, Java, Python, PHP, Ruby
মোবাইল ডেভেলপমেন্ট : Swift, Java, C#
গেম ডেভেলপমেন্ট : C++, C#
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions