রম (ROM) এবং (RAM) র্যাম কি?
ROM (Read Only Memory) : কম্পিউটার চালু করলেই কিছু তথ্য দেখতে পাওয়া যায় যেগুলো কম্পিউটার নির্মাণের সময় প্রস্তুতকারকগণ সংযুক্ত করে দিয়েছেন। ROM - এ কিছু সংযোজন, সংশোধন বা পরিবর্তন করা যায় না। এজন্য একে স্থায়ী স্মৃতি বলা হয়। ROM message থেকে আমরা কম্পিউটারের সমস্ত তথ্য পেতে পারি। যেমন- কম্পিউটারটিতে হার্ডডিস্ক কত, সিডি-রম ড্রাইভ আছে কিনা, ফ্লপি ডিস্ক ড্রাইভ সচল কিনা ইত্যাদি। অর্থাৎ কম্পিউটারে সংযুক্ত সমস্ত যন্ত্রাংশের বর্ণনা এখানে দেখা যায়। এছাড়া কোন্ যন্ত্রগুলো কাজ করবে আর কোনগুলো করবে না তা এখান থেকে নির্ধারণ করে দেয়া হয়।
RAM (Random Access Memory) হল অস্থায়ী স্মৃতি। যুক্তিসংগত তথ্যসমূহ কোন কম্পিউটারে উপস্থাপন করলে কম্পিউটার সেগুলোকে তার স্মৃতিতে ধরে রাখে। ইনপুট ডিভাইস থেকে প্রাপ্ত তথ্য RAM-এ জমা হয় আবার CPU সহজেই RAM থেকে তথ্য নিয়ে ফলাফল তৈরি করে আবার RAM-এ পাঠিয়ে দেয় অর্থাৎ RAM সরাসরি তথ্য সংগ্রহ করে বলে একে Random Access বলে। বিদ্যুৎ চলে গেলে RAM -এ সংরক্ষিত তথ্য মুছে যায়। শুধুমাত্র Save করলেই তথ্যগুলো হার্ডডিস্কে - এ সংরক্ষণ করে রাখে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions