ডাটাবেজ কি
ডাটা শব্দের অর্থ হচ্ছে তথ্য বা উপাত্ত এবং বেজ শব্দের অর্থ হচ্ছে ঘাঁটি বা সমাবেশ। শাব্দিক অর্থে ডাটাবেজ হচ্চে কোনো সম্পর্কিত বিষয়ের উপর ব্যপক তথ্য বা উপাত্তের সমাবেশ।
আমাদের চারপাশে অজস্র তথ্য বা উপাত্ত ছড়িয়ে ছিটিয়ে আছে। তবে এ সমস্ত তথ্যের সমাবেশকে ডাটাবেজ বলা যাবে না। কারণ ডাটাবেজ হচ্ছে সেই সকল ডাটা বা তথ্যের সমষ্টি যাদের পরস্পরের মধ্যে সম্পর্ক রয়েছে।
দৈনন্দিন জীবনে ডাটাবেজের অনেক উদারহণ আছে। যেমন: কোনো শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের তথ্যসমূহ, ভোটার তালিকার সংরক্ষিত ভোটারদের তথ্যসমূহ ইত্যাদি।
কোনো ডাটাবেজের আওতায় এক বা একাধিক ডাটা টেবিল, কোয়েরি, ফর্ম, রিপোর্ট, ম্যাক্রো, মডিউল ইত্যাদি ফাইল থাকতে পারে।
ডাটাবেজে ম্যানেজমেন্ট সিস্টেম হচ্ছে পরস্পর সম্পর্কযুক্ত তথ্য এবং সেই তথ্য পর্যালোচনা করার জন্য প্রয়োজনীয় প্রোগ্রামের সমষ্টি। পরস্পর সম্পর্কযুক্ত এ তথ্যকে বলা হয় ডাটাবেজ। এ ধরনের ডাটাবেজে কোনো প্রতিষ্ঠানের যাবতীয় তথ্য সংরক্ষণ করা হয়। ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের প্রাথমিক লক্ষ্য হচ্ছে ডাটাবেজে তথ্যাবলি সংরক্ষণ সহজতর করা এবং তা ব্যবহারে সহায়তা প্রদান করা।
এক কথায়ং ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম ডাটা তৈরি, অ্যাকসেস এবং তা রক্ষনাবেক্ষণের যাবতীয় কার্যাবলি সম্পাদন করে থাকে। বর্তমানে অনেক ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যার কম্পিউটারে ব্যবহার করা হয়। এদের উল্লেখযোগ্য কয়েকটি হলো:
- মাইক্রোসফট অ্যাকসেস
- মাইক্রোসফট এসকিউএল সার্ভার
- ওরাকল
- মাই এসকিউএল
- সাইবেজ
- ডিবেজ
- ফক্সপ্রো
- বেজ ইত্যাদি
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions