উপাত্ত কাকে বলে
তথ্যের অন্তর্ভুক্ত ক্ষুদ্রতর অংশসমূহ হচ্ছে উপাত্ত । উপাত্ত শব্দটির ইংরেজি শব্দ হলো ডেটা (Data)। Data শব্দটি ল্যাটিন শব্দ Datum এর বহুবচন। Datum অর্থ হচ্ছে তথ্যের উপাদান। ডেটা টেবিলের বিভিন্ন ফিল্ডে আমরা যা কিছু ইনপুট করি তাই হলো উপাত্তা বা ডেটা।
সত্য ঘটনা বা তথ্যের ইংরেজি বহুবচন নির্দেশক শব্দ হলো উপাত্ত। বিশেষ করে যখন কোন কিছু খুঁজে বের করতে বা সিদ্ধান্ত নিতে ঐ তথ্য ব্যবহার করা হয় তখনি তার সার্থকতা প্রকাশ পায়। অধুনা কম্পিউটারের উপাত্ত সংরক্ষণ বা তথ্য খুঁজে আনায় ডাটা এন্ট্রি বা ডাটা রিট্রাইভাল জনপ্রিয় শব্দ। সুতরাং কারো প্রশ্নের জবাবে সহায়তামূলক সত্য তথ্য বা ঘটনা বা পরিসংখ্যান হলো উপাত্ত। আরো সহজ করে বলা যায় ডেটা হলো তথ্যের কাঁচামাল।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions