প্রক্সি সার্ভার কিভাবে কাজ করে
(Proxy Server)
প্রক্সি হচ্ছে এক ধরনের কম্পিউটার নেটওয়ার্ক যা ইউজারকে ইন্টারনেটের সাথে পরোক্ষভাবে যুক্ত করে দেয়। আর যারা এই ধরনের সেবা দিয়ে থাকে তারা হচ্ছে প্রক্সি সার্ভার অর্থাৎ ইউজার ও কাঙ্খিত ওয়েব এর মাঝে অবস্থান করে প্রক্সি সার্ভার। প্রক্সি সার্ভার মাঝে অবস্থানের ফলে ইউজার ও কাঙ্খিত সাইটের মাঝে সরাসরি কোনো কানেকশন থাকে না। তাই ইউজার এর প্রকৃত তথ্য গোপন থাকে। সহজ ভাষায় প্রক্সি সার্ভার এর মাধ্যমে আমরা নিজেদের তথ্য গোপন রেখে নেট ব্রাউজ করতে পারি।
প্রক্সি সার্ভার হলো আসলে প্রতিনিধিত্বাকারী সার্ভার। ইন্টারনেট ব্যবহারকারী যখন কোন ওয়েবসাইটে ব্রাউজ করতে চান, তখন অনুরোধ প্রথমে প্রক্সি সার্ভারে যায়। সেখানে যদি পর্যাপ্ত তথ্য না থাকে, তা হলে প্রক্সি সার্ভার অনুরোধটি তার নির্দিষ্ট রিমোট অ্যাড এ পাঠিয়ে দেয়। রিমোট সার্ভার থেকে যখন তথ্য ফেরত আসে, তখন প্রক্সি সার্ভার রিকোয়েস্টিং কম্পিউটারে ফিরিয়ে দেয়। আর এভাবেই প্রক্সি সার্বার কাজ করে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions