বিজয় বায়ান্ন ইনস্টল করার নিয়ম
১। প্রথমে বিজয় বায়ান্ন সফটওয়্যারটি এখান থেকে ডাউনলোড করে নিন।
২। ডাউনলোড হয়ে গেলে বিজয় বায়ান্ন সফটওয়্যারটির ওপর মাউসের ডান বাটন ক্লিক করুন। তারপর Extract Files.. ক্লিক করুন, Ok করুন। এক্সট্রাক্ট হয়ে গেলে বিজয়-৫২ ফোল্ডারের মতো দেখাবে।
বি:দ্র: উইনরার (Winrar) সফটওয়্যারটি পিসিতে ইন্সটল করা না থাকলে Extract Files.. অপশনটি দেখাবে না। Winrar সফটওয়্যারটি এখান থেকে ডাউনলোড করে পিসিতে ইন্সটল করে নিতে হবে।
৩। তারপর Bijoy-52 ফোল্ডারটি ওপেন করুন। তারমধ্যে Bijoy52_setup ফাইলটি ওপেন করুন।
৪। এখন একটি ডায়ালগবক্স আসবে, এরমধ্যে “বিজয় বায়ান্ন উইন্ডোজ এইট” এই অপশনটি ইন্সটল করতে হবে, যারা উইন্ডোজ ১০ বা উইন্ডোজ ১১, বা উইন্ডোজ ৮ ব্যবহার করেন তাদের জন্য।
আর যারা উইন্ডোজ ৭ বা এক্সপি ব্যবহার করেন তারা “উইন্ডোজ এক্সপি/সেভেন” অপশনটি ইন্সটল করবেন।
পরবর্তীতে যতরকম ডায়ালগ বক্স আসবে সবগুলো Next, Yes, I accept, Install ইত্যাদি অপশগুলো সিলেক্ট করতে হবে। পরিশেষে close ক্লিক করতে হবে।
৫। ইন্সটল হয়ে গেলে পিসি রিস্টার্ট করুন। পিসি ওপেন হলে বিজয় বায়ান্ন Activation Code নামে একটি বক্স দেখাবে এর মধ্যে MJ52-GT22-R88T-S93F-BB15 কোডগুলো সঠিকভাবে টাইপ করে দিয়ে বা কপি/পেস্ট করে দিয়ে Activate অপশনে ক্লিক করতে হবে। এখন বিজয় সফটওয়্যার দিয়ে বাংলা টাইপ করতে পারবেন।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions