স্কাইপি কি
স্কাইপি মাইক্রোসফট কোম্পানীর একটি ফ্রি ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল ভিডিও কলিং সার্ভিস, তবে এর প্রিমিয়ার অপশনও রয়েছে যা টাকা দিয়ে ক্রয় করার মাধ্যমে ব্যবহার করা যায়। এই ম্যাসেঞ্জারটির মাধ্যমে এর ব্যবহারকারীগণ নিজেদের মধ্যে চ্যাটিং সুবিধার পাশাপাশি এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে বিনামূল্যে এবং প্রচলিত টেলিফোনে স্বল্বমূল্যে বিশ্বব্যাপী কথা বলতে পারেন। এটি ম্যাসেঞ্জার হিসেবে এবং ওয়েব এপ্লিকেশন হিসেবে উভয়ভাবেই ব্যবহার করা যায়।
স্কাইপ একটি ভিওআইপি সেবা ও সফটওয়্যার অ্যাপ্লিকেশন প্রোগ্রাম। এই সেবার মাধ্যমে ব্যবহারকারীরা ইন্টারনেটে যুক্ত হয়ে পরস্পরের সাথে ভয়েস, ভিডিও এবং তাৎক্ষণিক বার্তার মাধ্যমে যোগাযোগ করতে পারে। এক্ষেত্রে কোন বিল পরিশোধ করতে হয় না।
শুধুমাত্র ইন্টারনেট কানেকশন থাকতে হয়। ২০০৩ সালে ডেনমার্কের ধমিজা, জানুজ ফ্রিজ ও সুইডেনের নিকোলাস জেনস্ট্রম সম্মিলিতভাবে স্কাইপ প্রতিষ্ঠা করেন।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions