স্লট কি
স্লট হলো কোনো কম্পিউটার মেশিনের মধ্যে বিশেষ একটি ফাঁকা স্থান যেখানে একটি প্রিন্টেড সার্কিট বোর্ডকে সংযোজন করা হয়। আবার মাদারবোর্ডের মধ্যে নির্দিষ্ট ফাঁকা স্থানকেও স্লট বলা হয়। মাদারবোর্ডের মধ্যে এসব স্লটগুলোকে অনেকে এক্সপ্যানশন স্লট নামে অভিহিত করে। কারণ এগুলো কম্পিউটারের ক্ষমতাকে বৃদ্ধি করার সুযোগ দেয়। এসব স্লটগুলোেতে বিভিন্ন ধরনের এক্সপ্যানশন কার্ড যেমন ভিডিও এক্সেলেরেশন কার্ড বা ভিজিএ কার্ড, সাউন্ড কার্ড, র্যাম, ল্যান কার্ড ইত্যাদি যুক্ত করে কম্পিউটারের ক্ষমতা বা গতি বৃদ্ধি করা হয়। এছাড়া ডিস্ক কন্ট্রোলকে বর্ধিত করার জন্যও স্লট ব্যবহার করা হয়।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions